রাজধানীসহ দেশজুড়ে চলছে ভ্যাকসিন কার্যক্রম

|

রাজধানীসহ দেশজুড়ে চলছে ভ্যাকসিন কার্যক্রম

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশজুড়ে চলছে করোনার ভ্যাকসিন কার্যক্রম কর্মসূচি। রাজধানীর প্রায় সব করোনা টিকা সেন্টারগুলোর সামনে দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে টিকা নিবন্ধন ও টিকা প্রয়োগ উভয় কার্যক্রম। যারা মোবাইলে এসএমএস পেয়েছেন শুধু তারাই পাচ্ছেন টিকা। তবে টিকা নিতে আসা মানুষের মধ্যে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধির বিষয়ে বেশিরভাগ মানুষকে উদাসীন দেখা গেছে।

এছাড়া যারা রেজিস্ট্রেশনের পর ২০ দিন অতিবাহিত হওয়ার পর এসএমএস পাননি তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে টিকা কার্ড জমা দেয়ার কথা জানায়িছেন কর্তৃপক্ষ। তাহলে এই কেন্দ্র থেকে সময় মতো এসএমএস সেন্ট করা হবে বলে জানানো হয়।

আজ রাজধানীর সব কেন্দ্রে দেয়া হচ্ছে ফাইজারের ভ্যাকসিন। বেলা ২টা পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply