আরও ১০ লাখ টিকা পৌঁছালো ঢাকায়

|

ছবি: সংগৃহীত

দেশে পৌঁছেছে চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা আরও ১০ লাখ টিকা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টায় টিকা বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত একটা এবং তিনটায় আরও দুটি ফ্লাইটে বাকি ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে।

সর্বশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে সিনোফার্মের কাছ থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। চুক্তি অনুযায়ী আগামি তিন মাসের মধ্যে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা দেশে আসবে।

উল্লেখ্য, গত মে মাসে প্রথমবারের মতো মন্ত্রীদের কাছে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা হস্তান্তর করেন রাষ্ট্রদূত লি। কেনা টিকার বাইরে চীন উপহার হিসেবে দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ টিকা দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply