কাঁটাতার পেরুনোর প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের সেনারা

|

কক্সবাজার প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে আবারও জিরো পয়েন্টে ঢোকার প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের সেনারা। তুমব্রু সীমান্তের ৭টি পয়েন্টে কাঁটাতারের বেড়া পার হতে মই বসিয়েছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার রাতেও এই মই দিয়ে জিরো পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা করে মিয়ানমার সেনারা। নো-ম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে এখনো মাইকিং অব্যাহত রেখেছে মিয়ানমার।

কাঁটাতারে আবারও মই বসানোয় চরম আতংক বিরাজ করছে নো-ম্যান্সল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে। তুমব্রু সীমান্তের রোহিঙ্গা দিল মোহাম্মদ জানান, আমরা সারারাত নির্ঘুম কেটেছে। সেনারা যে কোন সময় আবারো জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করতে পারে।

রোহিঙ্গা মো. ইউসূফ জানান, রাতে তারা আমাদের উদ্দেশ্যে গুলি ছুঁড়েছে। এরপর থেকে আমাদের মা-বোনদের মাঝে আতংকে বিরাজ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply