রাশিয়ান কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন

|

আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার ওই ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা

গতকাল সোমবার (২ আগস্ট) এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাতোলি অ্যান্টোনভ।

রয়টার্সের সূত্রে জানা গেছে, ভিসা জটিলতার কারণে ওই ২৪ রাশিয়ান কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেলেও কোনো সুনির্দিষ্ট বিরোধ থেকে ওয়াশিংটন এমন নির্দেশ দিয়েছে কি না সে সম্পর্কে কিছু বলেননি রাশিয়ান এই রাষ্ট্রদূত। এ ব্যাপারে ওয়াশিংটনের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ওয়াশিংটন।

রাষ্ট্রদূত অ্যানাতোলি অ্যান্টোনভ বলেন, বিদেশী কূটনীতিকদের ভিসা দেয়ার প্রক্রিয়া হঠাৎ করেই কঠোর করেছে ওয়াশিংটন। এ কারণে রাশিয়ার যে ২৪ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছেন, তাদের জায়গায় অন্য কেউ স্থলাভিষিক্তও হচ্ছেন না। জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক আগের থেকে অনেক বেশি তিক্ত হয়ে উঠেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply