উহানের সকল নাগরিকের নমুনা পরীক্ষার নির্দেশ

|

উহানের সকল নাগরিকের করোনা নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

চীনে আবারো সংক্রমণ বৃদ্ধি পেয়েছে করোনাভাইরাসের। সম্প্রতি উহানে ভারতীয় ডেল্টা স্ট্রেইনের সংক্রমণ শনাক্ত হওয়ায় সেখানকার সকল নাগরিকের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৩ আগস্ট) উহান প্রশাসন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গতকাল সোমবার (২ আগস্ট) উহান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের প্রবাসী সাত শ্রমিকের শরীরে ভারতীয় ডেল্টা স্ট্রেইনের সংক্রমণ ধরা পড়ায় সতর্ক ভূমিকায় সেখানকার প্রশাসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উহানে বসবাসকারী সকলের করোনা টেস্ট করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শহরের সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে নিজ নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ থাকবে গণপরিবহণ, এবং খুব দ্রুত শুরু হবে গণ নমুনা পরীক্ষা কার্যক্রম।

২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে উহানেই সর্বপ্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল । তারপর করোনা অতিক্রম করেছে চীনের সীমান্ত, ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যদিও বিশ্বে সবার আগে চীনেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছিল। এক বছরের বেশি সময় পর আবারো সেখানে বেড়েছে করোনার সংক্রমণ।

আজ চীনে মোট ৬১ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত হয়েছেন বিমানবন্দরে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা। উহানের পাশাপাশি রাজধানী বেইজিংয়েও শুরু হয়েছে গণ নমুনা পরীক্ষা। ধীরে ধীরে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াচ্ছে তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply