২৫ বছরের বামপন্থি শাসনের অবসান, ত্রিপুরায় বিজেপি জোটের জয়

|

ভারতের ত্রিপুরায় ইতি ঘটলো টানা ২৫ বছরের বামপন্থি শাসনের। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এলো বিজেপি জোট। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্যটির ৬০ আসনের বিধানসভায় বিজেপি এবং তাদের শরিক স্থানীয় দল-আইপিটিএফ নিশ্চিত করেছে ৪১ আসন। যার ৩৪টিই পেয়েছে কেন্দ্রের ক্ষমতাসীনরা।

এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজেজু জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি-ই এবার সরকার গঠন করবে। চলতি বছর বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ইস্যুকে মূল এজেন্ডা বানিয়ে প্রচারণা চালায় বিজেপি।

এদিকে গতবারের তুলনায় আসন কমলেও মেঘালয় রাজ্যে জয় নিশ্চিত করতে পেরেছে কংগ্রেস। তবে এককভাবে সরকার গঠনের মতো আসন নিশ্চিত করতে পারেনি দলটি। গড়তে হতে পারে জোট সরকার।

তবে নাগাল্যান্ডে এককভাবেই আবার ক্ষমতায় আসছে স্থানীয় দল এনডিপিপি। গত দু’মাসে ধাপে-ধাপে রাজ্যগুলোয় হয়ে আসছে বিধানসভা নির্বাচনের ভোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply