করোনায় মৃত্যু ছাড়ালো ২২ হাজার, শনাক্ত সাড়ে ১২ হাজারের বেশি

|

ছবি: প্রতীকী

দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ২২ হাজার। গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২২ হাজার ১৫০ জনের। একদিনে করোনা শনাক্তের হার ২৬.২৫ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫টি।

শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৬০৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৫ হাজার ৪৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত ২৪৮ জনের মধ্যে পুরুষ ১৩৮ জন, আর নারী ১১০ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে চট্টগ্রামে সর্বোচ্চ ৭৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকায় ৬৯ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ২০ জন, রাজশাহী ও সিলেটে ১৬ জন করে, এবং রংপুর ও ময়মনসিংহে ৮ জন করে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply