বন্যায় বিপর্যস্ত উত্তর কোরিয়া

|

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তর কোরিয়া। ত্রাণ ও উদ্ধারকাজে পরিচালনায় সামরিক বাহিনীকে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তথ্য অনুযায়ী, বন্যায় বিধ্বস্ত হয়েছে অন্তত ১ হাজারের বেশি বাড়িঘর। দুর্গত এলাকা থেকে চলতি সপ্তাহেই সরিয়ে নেয়া হয়েছে ৫ হাজার মানুষকে। তলিয়ে আছে বেশকিছু রাস্তাঘাট। পূর্বাঞ্চলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৭ কিলোমিটার রাস্তা।

বন্যায় ডুবে গেছে কয়েকশ হেক্টর কৃষিজমি। আগামী ১০ আগস্ট পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই ভয়াবহ এই বন্যার প্রভাবে চরম বিপাকে পড়েেছ সাধারণ মানুষ। এক বক্তব্যে কিম জং উন জানান, গত বছরের টাইফুনের প্রভাবে খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি উত্তর কোরিয়া। সে কারণেই চলতি বছর খাদ্যস্বল্পতা তৈরি হয়েছে দেশটিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply