মন্ত্রিত্ব ও দেশ ছেড়ে পালিয়েছেন আফগান অর্থমন্ত্রী

|

আফগানিস্তানের সাবেক ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। ছবি: সংগৃহীত

পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে। তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কাস্টমস দখলে নেয়ার পরই এই ঘটনা ঘটে।

অর্থমন্ত্রীর মুখপাত্র মোহাম্মদ রাফি জানান, তালেবানরা কাস্টমস দখলে নেয়ার পর আফগানিস্তানের শুল্ক হ্রাস পাচ্ছে। এ কারণে অর্থমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। তিনি আরও জানান, আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তা অবনতির কারণে স্ত্রীকে নিয়ে অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা বিদেশে চলে গেছেন।

তবে আফগান অর্থমন্ত্রী কোন দেশে গেছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ব্লুমবার্গ। আফগানিস্তানের সদ্য সাবেক এই মন্ত্রী মঙ্গলবার এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণা দেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করছেন সে বিষয়ে কোনো কিছু বলেননি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশটির প্রায় অর্ধেকের বেশি জেলা দখলে নিয়েছে। অধিকাংশ অঞ্চলে চলছে সংঘাত।
/এনবি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply