ভারতের প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী নির্মলা

|

ভারতে মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে নতুন করে শপথ নিলেন ৪ পূর্ণমন্ত্রীসহ ১৩ জন। আজ রোববার রাষ্ট্রপতি ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ । গত আগস্টে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করালেন তিনি।

এবারের মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রদবদল প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্মলা সীতারমন। তিনি পরমাণু ক্ষমতাধর দেশটির ইতিহাসে প্রথম পূণার্ঙ্গ প্রতিরক্ষামন্ত্রী। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী অতিরিক্ত হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রেখেছিলেন।

গত সপ্তাহে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ৫ সদস্য। নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে ২০১৯ সালের নির্বাচনকে মাথায় রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটলো। শপথ নেয়া ৯ সদস্যদের মধ্যে ৭ জন আইনপ্রণেতা আর দু’জন সাবেক সরকারি কর্মকর্তা রয়েছেন।

এই ৯ জন ছাড়াও পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান, পিযুষ গয়াল, নির্মলা সীতারমন এবং মুখতার আব্বাস নাকভি।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply