মেয়াদ বাড়ছে কি ডমিঙ্গোর?

|

টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

চুক্তি অনুযায়ী আরও দুইমাস টাইগারদের হেড কোচের দায়িত্ব পালন করবেন রাসেল ডমিঙ্গো, আসন্ন নিউজিল্যান্ড সিরিজের পর তার সাথে করা বিসিবি’র চুক্তির মেয়াদ শেষ হবে। এরপরে কি বাড়ানো হবে ডমিঙ্গোর সাথে বিসিবি’র চুক্তির মেয়াদ! নাকি বিশ্বকাপের আগেই শেষ হবে ডমিঙ্গো অধ্যায়!

ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকটি ঐতিহাসিক সাফল্য আছে। যার মধ্যে ভারতের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ জয় নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এছাড়াও ডমিঙ্গোর অধীনেই ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

শ্রীলংকায় মুমিনুল বাহিনীর টেস্ট জয়, আর খুব সম্প্রতি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ডমিঙ্গো অধ্যায়ের অন্যতম সেরা অর্জন।

তবে সাদা পোশাকের ক্রিকেটে টাইগার কোচ হিসেবে ডমিঙ্গোর উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। শ্রীলংকার বিরুদ্ধে টেস্টে জিতলেও, ২০১৯ এ ডমিঙ্গো দায়িত্ব নেয়ার পর খেলা ১০ টেস্টের ৭টিতেই হেরেছে টাইগাররা।

ডমিঙ্গোর মেয়াদের ব্যাপারে জানা যায় যে, হেড কোচ রাসেল ডমিঙ্গোর কাজে বেশ খুশি বিসিবি। আর এ সন্তষ্টির কারণে নিউজিল্যান্ড সিরিজের পর বাড়তেও পারে ডমিঙ্গোর মেয়াদ। নিশ্চিতভাবে এখনও কিছু বলা না গেলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই আসবে বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply