হেল্পলাইনে ফোন করে বাল্য বিয়ে থেকে রক্ষা

|

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরের গুরুদাসপুরে উপজেলার দাদুয়া গ্রামের তানিয়া খাতুন। চলতি বছর এসএসসি পরীক্ষা দেয় সে। রোববার তানিয়ার মতের বিরুদ্ধে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ভরট গ্রামের সেলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন সজিবের সাথে তার বিয়ের দিনক্ষণ ঠিক করে তার পরিবার।

এরপর এলাকাবাসি মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইনে ১০৯ নাম্বারে ফোন করে বিষয়টি অবগত করান। মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন তৎক্ষনাৎ ঘটনাস্থলে হাজির হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, মেয়ের চাচা আব্দুল করিমসহ অন্যান্যদের উপজেলা কার্যালয়ে ডেকে এনে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়েছে। এছাড়াও বাল্য বিয়ে না দিতে তাদের সতর্ক করা হয়েছে। অজপাড়া গাঁয়েও জাতীয় হেল্প লাইনের সেবাটি সম্পর্কে জনগণ অবগত হয়েছে। এটা আশাজাগানিয়া একটা বিষয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply