সব হারিয়ে রোহিঙ্গাদের অনিশ্চিত যাত্রা

|

সব হারিয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন অনেক রোহিঙ্গা। সহায়-সম্বল ছাড়া তাদের এখন মানবেতন জীবন। প্রাণ বাঁচাতে ছুটে আসা মানুষগুলো জানেনা ভবিষ্যত কী হবে, কোথায় থাকবেন, খাবেন কী?

আব্দুর রহমানের বাড়ি রাখাইন রাজ্যের মংদু শহরে। সম্বল যা ছিল সব ফেলেই কেবল প্রাণ নিয়ে এসেছেন বাংলাদেশে। এরকম কয়েক হাজার আব্দুর রহামন গত এক সপ্তাহে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন কক্সবাজারের বিভিন্ন এলাকায়।

সবাই নিজের সহায় সম্বল খুইয়েছেন। গরু মহিষ পর্যন্ত বর্মি সেনাদের গুলি থেকে রক্ষা পায়নি। স্বজন ও সম্পদ হারানোর বেদনা এখন তাড়ায় এই মানুষদের। জীবন বাঁচানোর এই যাত্রাপথে সময় লেগেছে কারো ৪ দিন, কারো ৮ দিন।

বাংলাদেশেও স্থায়ী আশ্রয়ের কোনো নিশ্চয়তা নেই। ফিরে যেতে পারবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। এক অদ্ভুদ বিপন্ন জীবন সামনে রেখে ছুটে চলেছেন তারা।

https://www.youtube.com/watch?v=3dDe82-wQ30&feature=youtu.be


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply