ভিয়েতনামের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

|

বাংলাদেশ ও ভিয়েতনামের দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। পরে দুই নেতা কর্মকর্তাদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

গতকাল বিকেলে ঢাকায় পৌঁছানো ভিয়েতনামের প্রেসিডেন্ট সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ৩ দিনের বাংলাদেশ সফর শুরু করেন।

সকাল ৮.৪০ মিনিটে স্মৃতিসৌধে যান তিনি; ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। পরে ‘গ্যাস্টোভা’ নামে একটি গাছের চারা রোপন করেন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। রাজধানীতে ফিরে ধানমন্ডি৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply