ঢাকায় ফেরা শুরু, কম ছুটিতে ‘অতৃপ্তি’

|

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। সরকারি ছুটি শেষে আজই খুলছে অফিস-আদালত।

সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন রুটের লঞ্চগুলো এসে পৌঁছায়। এখনও খুব ভিড় না হলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ফিরছেন ঢাকায়। এদের প্রায় সবাই সরকারি-বেসরকারি চাকরীজীবী। অনেকেই পরিবার পরিজন রেখে একাই এসেছেন অফিস ধরবেন বলে।

এবার ঈদের ছুটি তিন দিনের দুদিনই পড়েছে শুক্র ও শনিবার। তাই দীর্ঘ ছুটির সুযোগ মেলেনি। এতে অতৃপ্তি নিয়েই ফিরতে হয়েছে চাকরীজীবীদেরকে।

কমলাপুর স্টেশনে আগত ট্রেনের যাত্রীরা জানান, কোনো রকম ঝক্কি-ঝামেলা ছাড়াই ফিরতে পেরেছেন তারা। তবে ছুটি একেবারেই কম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

একই অবস্থা সড়কপথের যাত্রীদের। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী কাল থেকে ঢাকা-ফেরা মানুষের সংখ্যা আরও বাড়বে।

পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে দেখা দিয়েছে নাব্য সংকট। ডুবোচরে আটকা পড়েছে দুইটি ফেরি। সকাল থেকে ফেরি আটকে যাওয়া এবং আগে থেকে ৫টি ফেরি বন্ধ থাকায় স্থবিরতা তৈরি হয় দুই ঘাটে। পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। বিশেষ করে কর্মস্থলে ফিরতি মানুষ পড়েন চরম ভোগান্তিতে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, বড়গুলো তো বটেই, স্বল্প যানবাহন নিয়ে ছোট ফেরিগুলোর পারাপারেও সমস্যা দেখা দিচ্ছে। ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়লে সংকট আরও তীব্র হবার আশঙ্কা ঘাট কর্তৃপক্ষের।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply