নওগাঁয় ফুল বাগানে নিষিদ্ধ পপি চাষ

|

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর মহাদেবপুর উপজেলার কুন্দনা গ্রামে নিষিদ্ধ পপি চাষের সন্ধান পেয়েছে প্রশাসন। কুন্দনা গ্রামের আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তির ফুল বাগানে পপি গাছগুলো ধরা পড়ে।  আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারুলের পপির বাগানে স্থানীয় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর যৌথ অভিযান চালায়। অভিযানে পপি চাষের সত্যতা ধরা পড়ে।

মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান জানান, বিকেলে পপির ওই বাগানে গেলে আনোয়ারুলকে পরিচর্যা করতে দেখা যায়। এ সময় তাকে আটক করা হয়। একই সাথে পপির বাগানটি ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, নিষিদ্ধ পপি চাষের দায়ে ভ্রাম্যমাণ আদালতে আনোয়ারুলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাসের কারাদণ্ডে আদেশ দেয়া হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ দেবনাথ বলেন, পপির ফল থেকেই মরণ নেশা হেরোইন তৈরি হয়। তাই কোনভাবেই কোন ব্যাক্তি পপি চাষ করতে পারেন না।

তবে আনোয়ারুলের দাবি পপি গাছ চিনতেন না তিনি। ফুল গাছ হিসেবেই তিনি চারাগুলো রোপন করেছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply