মারাত্মক মোটর দূর্ঘটনায় আহত হন ভারতের মধ্যপ্রদেশের হিমাংশু ভরদ্বাজ। হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভরদ্বাজের পরিবারে নেমে আসে শোকের মাতম।
যেহেতু সড়ক দূর্ঘটনায় মৃত্যু, তাই পোস্টমর্টেম হবে। সারারাত লাশ পড়ে থাকে মর্গে। সকালে কাঁটাছেড়া শুরু করার আগে টের পাওয়া যায়, বেঁচে আছেন ভরদ্বাজ!
তবে চিকিৎসক বলছেন, হৃদস্পন্দন থাকলেও ভরদ্বাজের মস্তিস্ক এখনো কাজ করছে না। উন্নত চিকিৎসার জন্য তাকে নাগপুরে নেয়া হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।
ভরদ্বাজের পরিবার একে অবিশ্বাস্য অলৌকিক ঘটনা বলেই মনে করছেন। তারা নতুন করে স্বপ্ন দেখছেন ভরদ্বাজ তাদের মধ্যে ফিরে আসবেন সুস্থ্ হয়ে।
এদিকে ছিন্দওয়াড়ার ওই হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে উঠেছে দায়িত্বে অবহেলার অভিযোগ। হাজারো জনতা হাসপাতালের বাইরে বিক্ষোভ করছে এমন গাফিলতির বিহীত চেয়ে।
Leave a reply