সুচির নীরবতা নিয়ে মুখ খুললেন মালালা

|

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো বর্বরতার নিন্দা জানিয়ে শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই বলেছেন, তিনি এবং সারা বিশ্ব অপেক্ষা করছে এই ইস্যুতে মিয়ানমারের নেত্রী অং সান সুচি রোহিঙ্গাদের পক্ষে দাঁড়াবেন।

আজ সোমবার টুইটারে নিজের একটি বিবৃতি প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

মালালা বলেন, শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের নেত্রী অং সান সুচি রোহিঙ্গাদের প্রতি তার দেশের লজ্জাজনক আচরণের নিন্দা জানাবেন- এটি দেখার জন্য সারা বিশ্ব এবং রোহিঙ্গা মুসলমানরা অপেক্ষায় আছে।

রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে অস্বীকার করে আসছে মিয়ানমার। এই প্রেক্ষাপটে মালালার প্রশ্ন, প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গারা যেখানে বাস করে আসছে, সেই মিয়ানমারেই যদি তাদের আবাস না হয়, তাহলে তাদের আবাস কোথায়?

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট শুরু হওয়া নতুন পর্যায়ে রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নে মৌন সমর্থন দিয়ে যাচ্ছেন দেশটির ক্ষমতাসীন দলের প্রধান ও স্টেট কাউন্সেল অং সান সুচি। সেনাবাহিনীর বর্বরতার বিপক্ষে অবস্থান নেয়া তো দূরের কথা, সম্প্রতি তিনি রোহিঙ্গাদেরকে ‘বাঙালি সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply