স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচরের দক্ষিণ বহেরাতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ টি বসতঘরসহ ৪০ টি ঘর বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্নালংকার, ফসলসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করে।
জানা যায়, আজ দুপুরে জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দোপকান্দি মাদবর বাড়িতে রান্নাঘর থেকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্তত ২০ টি বসতঘরসহ ৪০ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে ৪০টি ঘরই ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন ক্ষতিগ্রস্তদের।
Leave a reply