কোহলির বেতন বেড়েছে ৫ কোটি, শামি বাদ

|

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে বেতন-ভাতায় পিছিয়ে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় খেলোয়াড় এ নিয়ে নানা সময় অসন্তোষ প্রকাশ করতে গেছে। এবার এক ধাক্কায় বেতন-ভাতার অঙ্কটা বেশ বাড়িয়েছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ড বুধবার ২৬ জন ক্রিকেটার সঙ্গে ২০১৮ সালের এই নতুন চুক্তির ঘোষণা দেয়। আগের চুক্তিতে খেলোয়াড় সংখ্যা ছিল ৩২ জন।

এদিকে এক ধাক্কায় কোহলির বেতন ৫ কোটি রুপি বাড়লেও এ প্লাস ক্যাটাগরির ৭ কোটি রুপির চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ শামি। জানা গেছে, স্ত্রী হাসিন জাহানের অভিযোগের কারণেই নাকি তাকে বাদ দেওয়া হয়েছে। তবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে তিনি চুক্তিতে ফিরতে পারবেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এক পলকে, এই চার ক্যটাগরি ও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম দেখে নিই  (‘+’ বেড়েছে, ‘-’ কমেছে, ‘=’ অপরিবর্তি, * নতুন চুক্তি):

এ প্লাস: ৭ কোটি রুপি

+ বিরাট কোহলি

+রোহিত শর্মা

+ শেখর ধাওয়ান

+ভুবনেশ্বর কুমার

+জসপ্রীত বুমরা

এ ক্যাটাগরি: ৫ কোটি

=রবিচন্দ্রন অশ্বিন

=রবীন্দ্র জাদেজা

=চেতশ্বর পূজারা

=আজিঙ্কা রাহানে

=মহেন্দ্র সিং ধোনি

=মুরালি বিজয়

+ঋদ্ধিমান সাহা

বি ক্যাটগরি: ৩ কোটি

=ইশান্ত শর্মা

+হার্দিক পান্ডিয়া

*কুলদীপ যাদব

+যুজবেন্দ্র চাহাল

=লোকেশ রাহুল

=উমেশ যাদব

*দিনেশ কার্তিক

সি ক্যাটাগরি: ১ কোটি

=কেদার যাদব

=মনীশ পান্ডে

=অক্ষর প্যাটেল

=করুন নায়ার

*সুরেশ রায়না

=পার্থিব প্যাটেল

=জয়ন্ত যাদব

এ ছাড়া, একাদশে থাকা খেলোয়াড়রা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের জন্য ম্যাচ ফি ও অন্যান্য ভাতা সুবিধাও পাবেন।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply