পুলিশের বাধায় পণ্ড বিএনপির অবস্থান কর্মসূচি

|

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় শেষ মুহূর্তে পণ্ড হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা।

বেলা ১১টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় শুরু হয় কর্মসূচি। দুপুর পৌণে ১২টার দিকে ডিবি’র একটি দল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানকে আটক করে নিয়ে যেতে থাকে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান বিএনপি মহাসচিবসহ কয়েকজন সিনিয়র নেতা। শুরু হয় তুমুল হট্টগোল।

এই অবস্থায় লাঠিচার্জ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গণতান্ত্রিক কর্মসূচিতে, পুলিশের বাধার ঘটনা ন্যাক্কারজনক উল্লেখ করে এমন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উসকানি দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের চেষ্টা করছে সরকার।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply