কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

|

কুড়িগ্রাম প্রতিনিধি
‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহর কর্মজীবনধারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা ক্রীড়া সংস্থা মাঠে শেষ হয়। পরে নারী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যুগ্ন সচিব রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডা.এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) আশরাফুল ইসলাম, সদর নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।


দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর দিন্যব্যাপি নারী উন্নয়ন মেলা, সাইকেল দৌঁড়, নারীদের খেলাধুলা, মেয়েদের ফুটবল খেলা, বিতর্ক প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply