কেউ জেলে কেউ মাঠে এমন নির্বাচন চাই না: বি. চৌধুরী

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা’র চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, কেউ জেলে আর কেউ মাঠে এমন নির্বাচন আমরা চাই না। আমরা চাই সকলের অংশগ্রহণে মাধ্যমে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে এমন নির্বাচন আমাদের প্রথম চাওয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি নির্ধারিত জনসভায় যোগদানের আগে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ সরকারি অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয়না। এসব বন্ধে সরকারকেই এগিয়ে আসতে হবে।

আশুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর চেয়ারম্যান আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাসদের ভাইস চেয়ারম্যান তানিয়া ফেরদৌস, এ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলালসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply