খালেদার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করে করেছে আইন মন্ত্রণালয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে আসার পরে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তির জন্য আবার জেলে গিয়ে নতুনভাবে আবেদন করতে হবে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় কারাদণ্ড ভোগ করছেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হওয়ার পর কয়েক দফায় তাকে কারাগারের অধীনে চিকিৎসা দেয়া হয়। গত বছর করোনার মধ্যে তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply