কিউবায় ২-১০ বছর বয়সীদের দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন

|

কিউবায় ২-১০ বছর বয়সীদের দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে ২ থেকে ১০ বছর বয়সী শিশুদের করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রয়োগ করলো কিউবা। বৃহস্পতিবার চালানো হয় এই কর্মসূচি।

দেশটির স্বাস্থ্যবিদদের দাবি, ব্যাপকহারে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটায়; সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা। ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা প্রতিরোধে সফল প্রমাণিত হওয়ার পরই শিশুদের দেয়া হচ্ছে ভ্যাকসিনটি।

গেলো সপ্তাহেই, ১১ থেকে ১৮ বছর বয়সীদের আনা হয় গণ-টিকাদান কর্মসূচির আওতায়। নিজস্ব গবেষণায় উৎপাদিত ‘সোবেরানা- জিরো টু’ ভ্যাকসিনের দুই ডোজ এবং ‘সোবেরানা- প্লাস’ এর একটি ডোজ দিতে হবে প্রত্যেককে।

তবে অর্থমন্দার কারণে পর্যাপ্ত চিকিৎসা ও গবেষণা সুবিধা পাচ্ছে না কিউবা। দেশটিতে করোনায় মোট প্রাণহানি সাড়ে ৬ হাজারের বেশি। শনাক্ত হয়েছে পৌণে ৭ লাখের মতো সংক্রমণ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply