দাঁত ব্যথায় খিঁচুনির ওষুধ দিলেন হাতুড়ে ডাক্তার

|

রাজশাহীতে হাতুড়ে ডেন্টিস্টের দেয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে সাত বছরের শিশু রাফি। সারা শরীরে তৈরি হয়েছে পুড়ে যাওয়ার মত ক্ষত।

রাফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট্ট শরীরে অসহ্য যন্ত্রণা। আগুনে পোড়া রোগীর মত ফোস্কার দগদগে ক্ষত সারা দেহে।

অভিভাবকরা জানায়, দাঁত তোলার পর ব্যথা হলে রাফিকে নেয়া হয় কাটাখালী বাজারের কথিত ডেন্টিস্ট মফিজুল হকের কাছে। তিনি দুটি ওষুধ ‍লিখে দিলে সেগুলো খাওয়ানোর ১২ দিন পর এই অবস্থা।

ঘটনার পর থেকে পলাতক মফিজুল হক। তার ব্যবস্থাপত্রে উল্লিখিত চিকিৎসক নিবন্ধন নম্বরটি ভুয়া।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, দাঁত ব্যথা কমাতে ভুলে দেয়া হয়েছে খিঁচুনি কমানোর ওষুধ। যার পার্শ্বপ্রতিক্রিয়ায় রাফির এই হাল। তাদের শঙ্কা প্রাথমিক ধকল কাটিয়ে উঠলেও রাফির কণ্ঠনালি আর চোখের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন রাজিউল হক জানান, বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া কেউ কখনো নিজ নামের আগে ডাক্তার বসাতে পারবে না। মফিজুলের চিকিৎসা দেওয়ার কোনো বৈধতা নেই। অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরণের চিকিৎসা মানুষের সাথে ধোঁকাবাজির সামিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply