নারী মন্ত্রণালয়ের নাম মুছে দিলো তালেবান

|

নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম মুছে দিচ্ছে তালেবান সদস্যরা।

ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করতে তৎপর ক্ষমতাসীন তালেবান সরকার। নাম পরিবর্তন করে এ মন্ত্রণালয়ের নাম নীতিনৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় করার চেষ্টা করছে তারা। খবর বিবিসি’র। ইতোমধ্যেই নারীবিষয়ক মন্ত্রণালয়ের সাইনবোর্ড পরিবর্তন করে সেখানে লেখা হয়েছে নীতিনৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে টুইটারে ভাইরাল হওয়া আফগানিস্তানের কিছু ভিডিওর মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের সদর দরজায় রাখা সাইনবোর্ডের নাম পরিবররতন করছেন কিছু তালেবান সদস্য। আরও দেখা গেছে কিছু আফগান নারী তাদের কর্মস্থলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তারা অফিসে ঢুকতে চাইলেও তালেবানের বাধায় তারা কর্মস্থলে প্রবেশ করতে পারছেন না। এমন অস্বস্তিকর পরিস্থিতি আফগান নারীদের অপরিচিত নয়। এর আগেও ক্ষমতায় এসে নারীদের কর্মস্থলে যোগদান নিষিদ্ধ করেছিলো তালেবান। অধিকাংশ আফগান নারীদের আশঙ্কা, আফগান নারীদের অগ্রগতি থমকে যেতে পারে তালেবান সরকারের কারণে।

এদিকে তালেবান সরকার প্রসঙ্গে বিবিসির বিদেশবিষয়ক প্রধান প্রতিবেদক লুইস ডওসেট বলেন, তালেবান বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল, আফগানিস্তান বদলে গেছে, এটা তারা বোঝে। কিন্তু সময় যত যাচ্ছে তাদের প্রতিশ্রুতি ও রাজনীতির পার্থক্য ততই স্পষ্ট হচ্ছে। যদিও তালেবান সদস্যরা নতুন নৈতিকতা–বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে অবস্থান নিয়ে বলছেন, ইসলাম রক্ষা করাই এ মন্ত্রণালয়ের প্রধান উদ্দেশ্য।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply