খালেদার জামিন বিষয়ে আদেশ কাল: হাইকোর্ট

|

খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালতের আদেশ কাল বিকেলে দেয়া হবে। আদালতে নথি না আসায় আজ হাইকোর্ট এই আদেশ দেন।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে হাইকোর্টের আদেশ দেয়ার কথা ছিলো। সে অনুযায়ী মামলাটি আজকের কার্যতালিকার এক নম্বরে ছিলো। কিন্তু নিম্ন আদালতের রায়ের নথি এখনও পৌঁছায়নি হাইকোর্টে।

৮ মার্চ এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। ওই দিন হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply