দাদির কথা শুনলে ইউএস ওপেন খেলা হতো না রাদুকানুর

|

ইউএস ওপেন জয়ী এমা রাদুকানু। ছবি: সংগ্রহীত

দাদি নিকুলিনা রাদুকানুর পরামর্শ শুনলে ইউএস ওপেন জেতা হতো না। এমনটাই দাবি করলেন ইউএস ওপেন জয়ী ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু। কারণ কিছুদিন আগেই তাকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছিলেন দাদি নিকুলিনা।

শ্বাসকষ্টের সমস্যায় সবশেষ উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন এমা রাদুকানু। সেবার তার স্বাস্থ্যের কথা চিন্তা করে টেনিস থেকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছিলেন রোমানিয়ায় বসবাস করা দাদি নিকুলিনা। দাদি নিকুলিনা বলেছিলেন এমাকে, নাম-জশের চেয়ে স্বাস্থ্যই বেশি গুরুত্বপূর্ণ।

ডেল্টা নিউজকে দেয়া সাক্ষাৎকারে নিকুলিনা বলেন, এমার বাবা-মাকে বলেছিলাম, এমার উচিত টেনিস ছেড়ে দেয়া। কারণ যদি কোনো বিপদ ঘটে যায় তবে কী হবে? অর্থ এবং খ্যাতির চেয়ে স্বাস্থ্যই অধিক মূল্যবান।

কিন্তু দাদির সতর্ক বার্তা আমলে না নিয়ে রাদুকানুকে ইউএস ওপেন খেলতে পাঠান তার বাবা-মা। আর তাতেই বাজিমাত করেন ১৮ বছর বয়সী এমা। ১৯৭৭ সালের পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে জেতেন গ্র্যান্ডস্লাম শিরোপা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply