স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৫ বছরের কারাদণ্ড

|

ছবি: সংগৃহীত

অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের ১৫ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। গত ১৩ সেপ্টেম্বর এ মামলার যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য ২০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মালেকের মোট সাজা ত্রিশ বছর হলেও সাজা দুটি একইসঙ্গে কার্যকর হবে। সে হিসাবে ১৫ বছর কারাভোগ করতে হবে মালেককে।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে মালেকেকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

র‍্যাব জানায়- নিয়োগ, বদলি ও কমিশন বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মালেক। চলতি বছরের ১১ জানুয়ারি তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় অভিযোগপত্র দেয় র‍্যাব। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ১৩ সেপ্টেম্বর রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply