ক্যামেরুনে বিদ্রোহীদের গোলাবর্ষণে ১৫ সেনা নিহত

|

ছবি: সংগৃহীত

ক্যামেরুনে বিদ্রোহীদের পৃথক দুটি হামলায় ১৫ সেনাসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির ইংরেজি ভাষা অধ্যুষিত পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসী গোষ্ঠীটি ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেনাবহরের গাড়ি থামিয়ে সম্মুখ অংশ থেকে বিস্ফোরক এবং রকেট লঞ্চার ছোড়ে বলে জানা যায়। গত ১৬ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর হামলাগুলো চালানো হয়।

দেশটিতে বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ স্বাধীনতার দাবিতে লড়াই করে আসছে। জাতিসংঘের তথ্য বলছে, বিরোধীদের হামলায় দেশটির ৭ লাখের বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। প্রাণ গেছে ৪ হাজারের বেশি মানুষের।

ইংরেজিতে কথা বলা পশ্চিমাঞ্চলের দুটি রাজ্যের স্বাধীনতা চায় সশস্ত্র অস্ত্রধারী এ গোষ্ঠীটি। এ নিয়ে গত চার বছর ধরে ফ্রেঞ্চভাষী সংখ্যাগরিষ্ঠ অংশের বিরোধিতা করে প্রশাসনের সাথে যুদ্ধ চলে আসছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply