অবশেষে জয় পেলো য়্যুভেন্টাস

|

ছবি: সংগৃহীত

অবশেষে পঞ্চম ম্যাচে এসে মৌসুমের প্রথম জয় পেলো য়্যুভেন্টাস। ইতিলিয়ান সিরিএতে এদিন তারা ৩-২ গোলের জয় পায় স্পেজিয়ার বিপক্ষে।

ঘরের মাঠে স্পেজিয়ার বিপক্ষে ম্যাচের ২৮ মিনিটে কিনের গোলে প্রথম লিড নেয় জুভেরা। কিন্তু স্বাগতিক শিবিরে কাঁপন ধরিয়ে এমানুয়েল গিয়াসি ও জানিস এন্টিস্ট এর জোড়া গোলে লিড নেয় স্পেজিয়া। তবে ৬৬ মিনিটে ফেড্রিকো কিয়েজা আর ৭২ মিনিটে ডি লিখট গোল করলে ৩-২ গোলের জয় পায় য়্যুভেন্টাস।

অন্যদিকে ইতালিয়ান লিগে ভালো ফর্ম ধরে রেখেছে এসি মিলান। ভেনেসকে ২-০ গোলে হারিয়েছে ক্লাবটি। ৬৮ মিনিটে বারিহাম দিয়াজ আর ৮২ মিনিটে থিও হার্নান্দেজ গোল করেন মিলানের হয়ে।

এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ইন্টার মিলানকে ছুয়ে ফেললো এসি মিলান। তবে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টারের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে এসি মিলান। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে নাপোলি আছে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে উঠে এসেছে য়্যুভেন্টাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply