অবশেষে প্রত্যাহার হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবির যৌক্তিক ও সম্মানজনকভাবে সমাধানে সম্মত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১৬ জন এবং শিক্ষক সমিতির ৩ জন প্রতিনিধি।
সভায় দীর্ঘ আলোচনার পর শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিতে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহতের পর আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। পরবর্তীতে ভিসির বাস ভবনে ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়।
এরপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে নানা কর্মসূচি চলছিল। সবশেষ ৩১ জুলাই থেকে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনরকারীরা। এতে স্থবির হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম।
/কিউএস
Leave a reply