স্লো ওভার রেট: মাহমুদুল্লাহ ও চান্দিমালের শাস্তি

|

বাংলাদেশের বিপক্ষে গতকালের টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে ২ টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

একই সাথে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা হিসেবে কেটে নেয়া হয়েছে।

আজ রোববার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, লঙ্কান অধিনায়ক ধীর গতিতে বল করানোর কারণে চার ওভারের বেশি সময় নষ্ট করেছেন। আর বাংলাদেশ অধিনায়ক নষ্ট করেছেন এক ওভারের সময়।

শুধু অধিনায়করাই নন, দুই দলের বাকি সব খেলোয়াড়কেও জরিমানার মুখে পড়তে হয়েছে। শ্রীলঙ্কা টিমের অধিনায়ক ছাড়া বাকি সদস্যদের ম্যাচ ফি’র ৬০ শতাংশ কাটা হয়েছে। আর বাংলাদেশ দলের অধিনায়ক ছাড়া বাকিদের কাটা হয়েছে ম্যাচ ফি’র ১০ শতাংশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দলের ওভার রেটিং নিয়ম ভঙের অপরাধটি অপেক্ষাকৃত ছোট ছিল। তবে মাহমুদুল্লাহ অধিনায়ক থাকা অবস্থায় আগামী বারো মাসের মধ্যে যদি বাংলাদেশ দল ওভার রেটিংয়ে ছোট কোনো নিয়ম ভঙও করে তাহলে আরও বড় ধরেনর শাস্তির মুখোমুখি হতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply