অবৈধভাবে ভারত হতে ঝিনাইদহে প্রবেশের সময় আটক ১১

|

অবৈধভাবে প্রবেশের সময় ১১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধি:

অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তাদের ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত হতে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশি ১১ জন নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী ও একজন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন, টুঙ্গিপাড়া থানার পাথরঘাটা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে শ্রী রমেশ মন্ডল (২৮), রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মো. মোজাম্মেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া থানার পারবুমভাগ গ্রামের মুনজলি শেখের মেয়ে মোছা. পারভীন শখে (৩০), ঢাকা জেলার লালবাগ থানার কামরাঙ্গীচরের মো. বাবুলের স্ত্রী মোছা. রুমা (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর থানার জলন্তী গ্রামের মো. শরাফত আলীর ছেলে মো. শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর থানার ফংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরীর ছেলে শ্রী মন্টি রায় চৌধুরী (৩২), একই জেলার আশাশুনি থানার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা থানার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে মো. শুকুর আলী (৩০), শুকুর আলীর স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস (২২) এবং ছেলে মো. জোনায়েদ হোসেন (৫)।

তিনি আরও জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply