১৮ তলা ভবন দিতে হবে এতিমখানাকে

|

রাজধানীর আজিমপুরে আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি ১৮ তলা ভবন স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাকে বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যর আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করে এই আদেশ দেন।

এই আদেশের ফলে আবাসন প্রতিষ্ঠান কনকর্ডকে যত দ্রুত সম্ভব ভবনটি বুঝিয়ে দিতে হবে। এর আগে ২০১৫ সালে এ বিষয়ে জারি করা এক রুলের চূড়ান্ত শুনানি শেষে ১৮ তলা ভবন এতিমখানাকে হস্তান্তরের আদেশ দেন উচ্চ আদালত।

ওই আদেশের বিরুদ্ধে আপিল করে আবাসন প্রতিষ্ঠান কনকর্ড। এতিমখানার জায়গায় ভবন নির্মাণের অভিযোগে কনকর্ডের বিরুদ্ধে মামলাটি হয়েছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply