রাশিয়াকে রুখতে ইউক্রেন- যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেন। দেশটির লুভিভ শহরে অনুষ্ঠিত হয় এ মহড়া।

বিমান ও স্থল বাহিনীর সমন্বয়ে চলছে এই প্রশিক্ষণ। এতে দুই দেশের বিমান বাহিনীর বিভিন্ন ধরনের সামরিক বিমান অংশ নেয়। এর পাশাপাশি স্থল অভিযান পরিচালনার জন্য পদাতিক ও গোলন্দাজ বাহিনীর সেনারা বিভিন্ন সামরিক প্রশিক্ষণে অংশ নেন।

আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। যুক্তরাষ্ট্র ছাড়াও ন্যাটোভুক্ত আরও ১৪টি দেশের ৬ হাজারের বেশি সেনা অংশ নেবে এতে।

রাশিয়া ও ইউক্রেন পাশাপাশি দেশ। তবে, রাশিয়ার সাথে খুব একটা ভাল সম্পর্ক নেই দেশটির। ক্রিমিয়া অঞ্চল নিয়ে দীর্ঘদিনের বিরোধ দেশ দুটির। এই সুযোগটাই কাজে লাগাতে চায় বিশ্ব রাজনীতিতে রাশিয়ার প্রতিদ্বন্দী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply