বিমান দুর্ঘটনার খবর জানাতে হটলাইন চালু

|

সোমবার দুপুরে নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দূর্ঘটনার বিষয়ে খোঁজ খবর জানাতে হটলাইন চালু করেছে নেপালস্থ বাংলাদেশ দূতাবাস। নিজের ফেসবুক পেইজে এ খবর জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দূতাবাসের হটলাইনের নম্বর হলো: +9779810100401 (মো. আল আলমুল ইমাম, কনস্যুলার) ও +9779861467422 (অসিত বরণ সরকার)

সোমবার বিকালে এক স্ট্যাটাসে শাহরিয়ার আলম লিখেছেন, ‘আমাদের দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল এবং এয়ারপোর্টে আছেন। সুনির্দিষ্ট তথ্য পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।’

তিনি আরও লিখেছেন, কিছু তথ্য এক জায়গায় করে আমার ধারণা, আবারও বলি আমার ধারণা বেশীর ভাগ যাত্রীই বেঁচে আছেন (অনেক দূর্ঘটনায় যেমন হয় যেখানে সবাই নিহত হন, সেরকম নয়)।

কিন্তু সুনির্দিষ্ট তথ্য পেতে আরও অন্তত ২ ঘণ্টা সময় লাগবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কারও পরিচিত কোনো যাত্রী থাকলে সেই তথ্যও হটলাইনে জানিয়ে রাখার আহ্বান জানান তিনি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply