ভারতের বিশ্বকাপ দল নিয়ে খুশি নন শেবাগ

|

ছবি: সংগৃহীত

আগামী মাসেই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতের হয়ে ডাক পাওয়া ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৫ জন স্পিনার। এই ৫ জনে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের। এ নিয়ে বেজায় নাখোশ ভারতের সাবেক মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগ।

চলতি আইপিএলে বিরাট কোহলির অধিনায়কত্বে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন চাহাল। ১০ ম্যাচে ৯টি উইকেটও নিয়েছেন তিনি।
শেবাগের মতে, আইপিএলে এমন খারাপ কিছু করছেন না তিনি। শ্রীলঙ্কাতেও ভাল বল করেছেন। তারপরও তার বাদ পড়ার কারণ বুঝতে পারছেন না তিনি।

বিশ্বকাপে ভারতের হয়ে ডাক পাওয়া ৫ স্পিনার হলেন, রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। শেবাগ বলেন, রাহুল শ্রীলঙ্কায় এমন কোন পারফরমেন্স দেখাননি। চাহালকে বাদ দেওয়ারও তে কোন কারণ থাকবে। চাহাল যেভাবে বল করছে তাতে সে বিশ্বের যেকোন দলে ডাক পাওয়ার যোগ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply