আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

|

মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সরকার সামরিক বাহিনী দিয়ে গণহত্যা ও সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে বলে মনে করে বাংলাদেশ। আজ বুধবার, ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে আবারও তলব করে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমারকে দেয়া প্রতিবাদপত্রে  বাংলাদেশে থাকা সব রোহিঙ্গাকে অবিলম্বে ফেরত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে যেন কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে নাইপিদোকে কার্যকর ব্যবস্থা নিতে বলেছে ঢাকা। ২৫ আগস্ট মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর আক্রমণের পর এ নিয়ে চতুর্থবারের মতো দেশটির রাষ্ট্রদূতকে তলব করলো বাংলাদেশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply