‘বোম্বারডিয়ার ড্যাস-৮’ মডেলের বিমানটি এখন শোকের প্রতিচ্ছবি

|

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি ছিল বোম্বারডিয়ার ড্যাস-৮ কিউ৪০০ মডেলের। ১৭ বছরের পুরনো বিমানটির ধারণক্ষমতা ছিল ৭৮। আজ দুপুরে ৭১ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বিমানটি। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয়ে এটি এখন শোকের প্রতিচ্ছবি।

সারাদেশের মানুষ উৎকণ্ঠা নিয়ে এই বিমানটির আরোহীদের সবশেষ খবরের জন্য অপেক্ষা করছেন। প্রার্থনা করছেন আরোহীদের জন্য। তবে, ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাপরিচালক রাজকুমার ছেত্রী জানান দুর্ঘটনায় ৫০ জন নিহতের বিষয়ে তারা নিশ্চিত।

৪০৪১ সিরিয়ালের বিমানটির কোড ছিল বিএস-২১১/ইউবিজি-২১১। দুপুর ১২.৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এটি ১২.৫২ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুপুর ২টা ১৫ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় খেই হারিয়ে সৃষ্টি করেছে শোকগাঁথা…

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply