বিধ্বস্ত বিমানের ১৩ নেপালি রাগিব-রাবেয়া মেডিকেলের শিক্ষার্থী

|

ইউএস বাংলার বিধ্বস্ত বিমানটিতে নেপালের ৩৩ জন নাগরিক ছিলেন। যাদের মধ্যে ১৩ জনই সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেলের শিক্ষার্থী।

এমবিবিএস চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষে একমাসের ছুটিতে বাড়ি ফিরছিলেন তারা। দুর্ঘটনার খবরে উদ্বেগ-উৎকণ্ঠায় সহপাঠী ও শিক্ষকরা। শিক্ষার্থীদের অবস্থা জানতে নেপালে বাংলাদেশ দূতাবাস, কলেজের সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। ক্যাম্পাসে তিন দিনের শোক কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। সোমবার বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা।

রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মো. আবেদ হোসেন জানান, আমরা ইউএস বাংলা কর্তৃপক্ষ, নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। আমাদের এখানে আরও যেসব নেপালি শিক্ষার্থী আছে এবং যারা পাশ করে বের হয়ে গেছে সবার সাথে যোগাযোগের চেষ্টা করছি। আমরা যতটুকু জেনেছি আমাদের কিছু শিক্ষার্থী নিহত হয়েছে। চূড়ান্ত তালিকা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply