চট্টগ্রামে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

|

চট্টগ্রামে সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের সবাই কৃষক।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত কৃষকদের অভিযোগ, সাঙ্গু নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলে ফসলি জমিতে স্তুপ করে রাখে প্রভাবশালী একটি মহল। ফলে ২/৩ বছর ধরে চাষ করতে পারছিলেন না তারা। সকালে বালু উত্তোলনে বাধা দিলে জামায়াত নেতা মমিনুল হকের ছেলে রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সহযোগীরা আগ্নেয়াস্ত্র নিয়ে কৃষকদের উপর চড়াও হয়। ছররা গুলি বর্ষন করলে আহত হন অন্তত ৭ জন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply