নেপালে পৌঁছেছেন হতাহতদের ৪৬ স্বজন

|

নেপালে পৌঁছেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে হতাহতের পরিবারের সদস্যরা। সকাল ন’টার দিকে, শাহজালাল আন্তর্জঅতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে, ৪৬ জন স্বজন কাঠমান্ডুর উদ্দেশে রওনা হন। তাদের সাথে আছেন ইউএস বাংলার ৭ জন কর্মকর্তা। নিহতদের মরদেহ দেশে আনার বন্দোবস্ত করবেন তারা। পাশাপাশি আহতদের চিকিৎসার দায়িত্বও নেয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

এরআগে, বিমান দুর্ঘটনায় ২৫ বাংলাদেশির নিহত হওয়ার খবর নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে জানান; বিমানে ছিলেন ৩৬ বাংলাদেশি, বাকি ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। ইউএস বাংলা বিমানের এই ফ্লাইটে থাকা ৪ ক্রুর ৩ জন নিহত হয়েছেন।

গুরুতর আহত বিমানের ক্রু, কে এইচ এম শাফি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জীবিত অন্যান্য বাংলাদেশি যাত্রীরা হলেন, শেহরিন আহমেদ, আলমুন নাহার এ্যানি, শাহীন বেপারি, রেজওয়ানুল হক, মেহেদী হাসান, ইমরানা কবীর হাসি, কবীর হোসেন, শেখ রাশেদ রুবায়েত, সাইয়েদা কামরুন্নাহার স্বর্ণা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply