দুই ঘণ্টার ব্যবধানে একে একে মারা গেল সদ্যোজাত পাঁচ যমজ শিশু

|

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

জন্মের পর মাত্র দুই ঘণ্টায় একে একে মারা গেছে ৫ জন সন্তান। অথচ এই সন্তানের জন্যই দিনের পর দিন অপেক্ষা করেছিল জেসমিন খাতুন ও শহিদুল ইসলাম শহিদ দম্পতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অপরিণত শিশু (প্রি-ম্যাচিউরড) জন্মগ্রহণ করায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।

স্বজনদের ভাষ্যমতে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কাবাতুল্লাহ মোল্লাটল্লা গ্রামে শ্বশুরবাড়িতে প্রথম কণ্যা শিশুর জন্ম দেন জেসমিন। জন্মের পর শিশুটি মারা যায়। পরে প্রসূতি মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে তার পরিবার। হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারে আরও চারটি বাচ্চা জন্মগ্রহণ করে। চিকিৎসকরা বাচ্চাগুলোকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের ইনকিউবেটরে পর্যবেক্ষণে রাখেন। তবে বিকেলে সেখানেই ৪ শিশুর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, ১৮ বছর বয়সে জেসমিনের বিয়ে হয়। এরপর ৫ বছরেও বাচ্চা হয়নি। কবিরাজ ও চিকিৎসক দেখানোর পর এবার গর্ভধারণ করেছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুগুলো বয়স হয়েছিল মাত্র ৫ মাস। অপরিণত সময়ে জন্মগ্রহণ করায় বাঁচানো সম্ভব হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply