প্রতি গাছে ৭ কেজি; যে টমেটো চাষে দিন ঘুরেছে চাষীর

|

মাঠভরা অসময়ের টমেটো ক্ষেত এখন কমলগঞ্জের বিভিন্ন এলাকায়। বন বেগুনের সাথে টমেটো চারা জোড়া লাগিয়ে বর্ষাকালে এই ফসলের চাষ চলছে ২০ বছর ধরে। চাষীদের ধারাবাহিক সফলতায় আগ্রহী জেলার অন্য অঞ্চলের কৃষকরা।

মৌলভীবাজারের কমলগঞ্জে অসময়ে গ্রাফটিং টমেটো চাষে দিন বদলেছে অনেক চাষীর। আবহাওয়া অনুকুল থাকায় এবছরও বাম্পার ফলন হয়েছে বর্ষাকালীন এই টমেটোর। লাভজনক ফলনে খুশি চাষীরা। বারি ৪ ও ৮ জাতের এই টমেটোর একটি গাছে গড়ে ৬ থেকে ৭ কেজি ফলন হয়।

এসব ক্ষেতে কর্মসংস্থান হয়েছে অনেকের। বিশেষ করে চা বাগানের অনেক বেকার নারী কর্মী শুরু করেছেন চাষাবাদ। কৃষি সম্প্রসারণ অধিদফতর এসব চাষীদের বিনামূলে সার কীটনাশক ও প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে বলে জানালেন মৌলভীবাজার প্রতিষ্ঠানটির উপ-পরিচালক কাজী লুৎফুল বারী।

চলতি বছর জেলায় ৭৩ হেক্টর গ্রাফটেড টমেটো আবাদ হয়েছে। উৎপাদন হবে প্রায় ১ হাজার মেট্রিক টন। প্রতি কেজি টমেটো পাইকারি দামে ৭০ থেকে ৮০ টাকা এবং খুচরা ১০০ টাকায় বিক্রি হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply