ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

|

ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত।

সকাল আটটা থেকে থেকে নাসিরনগরের কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা হাজির হন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যাও বাড়ছে। লাইনে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য মোতায়েন আছে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসন নাসিরনগরে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। আওয়ামী লীগের ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির রেজোয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের আশরাফুল হক। এই আসনে মোট ভোটার ২ লাখ ১৪ হাজার। ৭৪টি কেন্দ্রে ভোট নেয়া হবে।

গাইবান্ধা-১ আসন, সুন্দরগঞ্জেও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। আওয়ামী লীগের আফরুজা বারী, জাতীয় পার্টির শামীম হাসান পাটোয়ারী, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির জিয়ার জামান ও গণফ্রন্টের শরিফুল ইসলাম। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ । ভোট কেন্দ্র ১০৯টি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply