ইথিওপিয়ায় খাদ্য সংকটে অন্তত ৫২ লাখ মানুষ

|

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ায় ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে কমপক্ষে ৫২ লাখ বাসিন্দা। জরুরি ভিত্তিতে তাদের খাদ্য সহায়তা দেয়ার আহ্বান জাতিসংঘের।

শুক্রবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এসব কথা জানান সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক (প্রকল্পের) মুখপাত্র জিনস লেয়ার্ক।

জিনস লেয়ার্ক বলেন, স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছে টাইগ্রে অঞ্চলে বিপুল সংখ্যক বাসিন্দা। পুষ্টিহীনতা, রক্তাল্পতাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছে অনেকে। আর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশুরা। বিপর্যস্ত এসব মানুষকে যত দ্রুত সম্ভব খাদ্য সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। তা না হলে অঞ্চলটিতে অস্থিতিশীলতা আরও বাড়ার আশঙ্কা তার।

এদিকে, জাতিসংঘের সাত শীর্ষ ৭ কর্মকর্তাকে ইথিওপিয়া ছাড়ার নির্দেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এ কর্মকর্তা। তবে মানবিক সহায়তার বিষয়ে প্রভাব ফেলবে না এ ঘটনা, এমনটাই দাবি তার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply