অবশেষে আসলো শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচলের সিদ্ধান্ত

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

অবশেষে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত আসলো। পদ্মা নদীর স্রোত কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিসি।

আগামী সোমবার (৪ অক্টোবর) পরীক্ষামূলকভাবে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চালানো হবে। সবকিছু ঠিক থাকলে এরপরই শুরু হবে যাত্রী ও পরিবহন পারাপার।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) মোঃ আশিকুজ্জামান বলেন, গত দুদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর একটি বিশেষজ্ঞ দল সার্ভে করে। এসময় তারা নদীতে স্রোতের গতিবেগ কম দেখতে পান। এর ফলে, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে ফেরি চালানো সফল হলে সকল ফেরি চালানো হবে। এজন্য ফেরিও প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট থেকে পদ্মা নদীর মাওয়া প্রান্ত শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার প্রান্তের ফেরি চলাচল বন্ধ ছিল। ওই সময় নদীতে ছিল তীব্র স্রোত। এছাড়া বারবার ফেরিগুলোর ধাক্কায় পদ্মাসেতুর পিলারও আঘাতপ্রাপ্ত হয়েছিল তখন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply