পল্লবীর ৩ তরুণী নিখোঁজের ঘটনায় টিকটকারসহ গ্রেফতার ৪

|

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ তরুণীর মধ্যে নিশার পরিবারের করা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলো, নিশার বন্ধু অয়ন, রকিব, তরিক উল্লাহ ও টিকটকার জিনিয়া। এই চারজনের নামে গতকাল মামলা করে নিশার বোন। পরে তাদের থানায় জিজ্ঞাসাবাদ এর জন্য ডাকা হয়। আজ রোববার (৩ অক্টোবর) সকালে তাদের গ্রেফতার দেখানো হয়।

যদিও গ্রেফতারকৃতরা নিখোঁজের ঘটনায় জড়িত নয় বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর সকালে দিলখুশ জান্নাত নিশা, কানিজ ফাতেমা ও নেহা আক্তার বাসা থেকে বের হয়। তারা কলেজ ড্রেস পরে ব্যাগ নিয়ে বেরিয়েছিল। বের হওয়ার সময় নগদ টাকা, স্বর্ণের গহনা ও নিজেদের অ্যাকাডেমিক সার্টিফিকেট সাথে নিয়ে গেছেন। পরিবারের দাবি, বিদেশে নেয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। নিখোঁজ তিন শিক্ষার্থীর সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এদের মধ্যে নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, স্নেহা পল্লবী ডিগ্রি কলেজ ও কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী।

এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হারানো মেয়েদের খুঁজতে ডিএমপির সবগুলো সংস্থা কাজ করছে। দ্রুতই তাদের খুঁজে পাওয়ার আশাবাদ তার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply